শিশুদের ঈদের নতুন জামা উপহার দিল মাভাবিপ্রবি বন্ধুসভা

মাভাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

শিশুদের মধ্যে ঈদের নতুন জামা বিতরণ ও তাদের সঙ্গে ইফতার করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ১৬ মার্চ এটি পালন করা হয়।

মাভাবিপ্রবি বন্ধুসভার বন্ধুদের নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি পালিত হয়। বন্ধুরা বলেন, ‘এর মধ্য দিয়ে আমরা শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পেলাম।’

সভাপতি, মাভাবিপ্রবি বন্ধুসভা