চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানালেন বন্ধুরা
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের সূর্য উষালগ্নে বাঙালি জাতিকে মেধাশূন্য করার মহাপরিকল্পনাস্বরূপ জাতির সূর্যসন্তান তথা বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। এ ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তাঁরা শহীদ হন সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।
সেই মহান সূর্যসন্তানদের স্মরণে ১৪ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে একত্র হন। এ সময় ক্যাম্পাসের বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের বেদিতে মোমবাতি প্রজ্বালন ও নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়।
সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা