দ্বিতীয়বারের মতো মূকাভিনয় নিয়ে দক্ষিণ কোরিয়ায়

দক্ষিণ কোরিয়ার সিউল শহরে মৌসুমী মৌছবি: সংগৃহীত

বছর শেষ না হতেই বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে দ্বিতীয়বারের মতো মূকাভিনয়ের জন্য দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন মৌসুমী মৌ। ৭ মে বাংলাদেশ দূতাবাসের মঞ্চে মূকাভিনয় করবেন তিনি। তবে এবার মূকাভিনয়ের পাশাপাশি প্রথমবারের মতো জহুরুল হক সৃজনের নির্দেশনায় নাচও পরিবেশন করবেন। গত বছর ২৯ থেকে ৩১ জুলাই দক্ষিণ কোরিয়ার গুচাংয়ে অনুষ্ঠিত ‘৩১তম এশিয়া সলো পারফরম্যান্স ফেস্টিভ্যালে’ অংশ নিয়েছিলেন মৌসুমী মৌ।

দক্ষিণ কোরিয়ায় ভ্রমণে ব্যস্ত সময় পার করছেন মৌসুমী মৌ।
ছবি: সংগৃহীত

মঞ্চ ও টেলিভিশন—দুই মাধ্যমেই সময়ের ব্যস্ততম সেরা উপস্থাপক মৌসুমী মৌ। উপস্থাপনার পাশাপাশি বর্তমানে অভিনয় জগতেও মুগ্ধতা ছড়াচ্ছেন। পাশাপাশি তিনি একজন মূকাভিনয়শিল্পীও। মৌসুমৗ মৌ প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।

মৌসুমী মৌ ও নৃত্যশিল্পী জহুরুল হক সৃজন
ছবি: সংগৃহীত

এই বছর বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে বাংলাদেশের মূকাভিনয়শিল্পী মীর লোকমান পারফর্ম করবেন। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এ ছাড়া ঢাকা থেকে গিয়েছেন নৃত্যশিল্পী জহুরুল হক সৃজন। তিনি নাচ পরিবেশন করবেন। আলোকসজ্জা ও সাউন্ডের কাজ করবেন আবু বকর সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মৌসুমী মৌ। বর্তমানে তিনি প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।