সহমর্মিতার ঈদ উপলক্ষে সাংগঠনিক বৈঠক

ভোলা বন্ধুসভার সাংগঠনিক বৈঠকছবি: বন্ধুসভা

সহমর্মিতার ঈদকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাংগঠনিক বৈঠক করেছে ভোলা বন্ধুসভা। গত ২৭ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও সহমর্মিতার ঈদ কর্মসূচি পালন করবে সারা দেশের বন্ধুসভাগুলো। সেটি বাস্তবায়নের লক্ষ্যে বৈঠকে ভোলা বন্ধুসভার বন্ধুরা আলোচনা করেন।

এ ছাড়া বৈঠকে বন্ধুসভার সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। কীভাবে ভালো কাজগুলোকে ছড়িয়ে দেওয়া যায় এবং শিক্ষাবান্ধব করা যায়, এ বিষয়ে বিশদ পরিসরে আলোচনা করেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা নেয়ামত উল্যাহ, মো. এরশাদ, আল মনির, নাজমুছ ছাকিব চৌধুরী, আনোয়ার হোসেন, সভাপতি মো. আশরাফুল, সহসভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক চৈতী কর্মকার, সহসাংগঠনিক সম্পাদক অন্তর হাওলাদার প্রমুখ।

সভাপতি, ভোলা বন্ধুসভা