বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাঙ্গুনিয়া বন্ধুসভা

রাঙ্গুনিয়া বন্ধুসভার উদ্যোগে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণছবি: প্রথম আলো

চট্টগ্রামের রাঙ্গুনিয়া বন্ধুসভার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। ২৫ আগস্ট বিকেলে উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার খুঁজে বন্ধুসভার বন্ধুরা এসব পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি আব্বাস হোসাইন, রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি এম মোরশেদ আলম, সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ, অর্থ সম্পাদক রবিউল মোস্তফা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক অর্পণ বড়ুয়া, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ইদ্রিস, দপ্তর সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াস, ম্যাগাজিন সম্পাদক রবিউল হোসেন, বন্ধু আবদুর রহিম, আবদুল মুবিন, শান্ত বড়ুয়া, আদর বড়ুয়া, তামান্না সুলতানা, ঝুমু আকতার, আশরাফুল ইসলাম, জাবেদ হোসেন, বেলাল শেখ, ইমন হোসেন, মো. ইরফান ও মো. সজীব।