‘ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধিতে হবে নিরাময়’ শিরোনামে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ক্যাম্পেইনের আওতায় ২৫ অক্টোবর ক্যাম্পাস ক্লিনিং, সচেতনতামূলক বক্তব্য, লিফলেট বিতরণ ও সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হয়।
২৪ অক্টোবরের সংবাদ অনুযায়ী, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে ২৬৮ জনের মৃত্যু হয়েছে। ২১ অক্টোবর প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয় যে ‘ডেঙ্গুতে চলতি বছর মোট মৃত্যুর অর্ধেকের বেশি ঢাকা দক্ষিণ সিটিতে’। তাই প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ উদ্যোগ নেন বন্ধুরা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ভিক্টোরিয়া পার্ক ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক পরামর্শ দেন বন্ধুরা। সহসাংগঠনিক সম্পাদক নিশু আক্তার ডেঙ্গুর কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত কথা বলেন। বন্ধু রাকিবুল ইসলাম ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’ বিষয়টিকে সামনে রেখে বিভিন্ন প্রতিরোধমূলক এবং সতর্কতামূলক কথা বলেন। এ ছাড়া কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক সোনিয়া আক্তার, বইমেলা সম্পাদক রোকসানা আক্তার, বন্ধু ফাহিমা তাসনিয়া, মিফতাহুন জান্নাত ও মো. আমানুতুল্লাসহ আরও অনেকে।
বইমেলা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা