নারী দিবসের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

পুরস্কার গ্রহণ করছেন প্রতিযোগিতায় বিজয়ী এক নারী
ছবি: বন্ধুসভা

প্রাণের টানে বন্ধুরা যখন ঘরের বাইরে বাড়িয়েছিল পা, অকস্মাৎ আকাশের কান্নায় গায়ে লাগে বৃষ্টির ছটা!

অপ্রত্যাশিত বিরতি, সময়ের ঘণ্টায় দৃষ্টি, তখনো ঝরে পড়ছিল শিলাবৃষ্টি! সমন্বিত প্রার্থনায় থেমে যেতে থাকল বৃষ্টির বেগ, আবেগের উচ্ছ্বাসে আবার গন্তব্যস্থলমুখী স্বপ্নবান বন্ধুরা, অনুষ্ঠান শুরু হওয়ার আর মাত্র বাকি কিছুক্ষণ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘মমতায় ক্ষমতায় সমতায় নারী’ শিরোনামে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছিল কেরানীগঞ্জ বন্ধুসভা। ২১ মার্চ বিকেলে কেরানীগঞ্জের একটি ফুডকোর্টে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হয়েছে।

ধীরে ধীরে সবাই পৌঁছাল ভেন্যুতে, সভা শেষে কিছু চোখ খাবারের মেনুতে! পুরস্কার বিতরণের পূর্বমুহূর্তে, কফির পেয়ালা খালি হলো চুমুকে। অতঃপর আসে সেই মাহেন্দ্রক্ষণ; সনদ ও পুরস্কারে বিজয়ীদের করা হয় বরণ।

উৎসাহ-উদ্দীপনা যেন সবারই চোখেমুখে এঁকে দিল দিগ্‌বিজয়ী হাসি, বন্ধুত্বের এই মেলবন্ধন তাইতো ভালোবাসি। সামনেই পবিত্র রোজা ও ঈদ, আলোচনায় নির্ধারণ করা হয় ইফতার আয়োজনের দিনক্ষণ, সহমর্মিতার ঈদে কবে হবে নতুন পোশাক বিতরণ।
বৃষ্টিস্নাত স্নিগ্ধ শীতল গোধূলিলগ্নে অনুষ্ঠান শেষ হয় পুনর্বার একত্র হওয়ার প্রতিজ্ঞায়। একরাশ মুগ্ধতা নিয়ে ফিরে আসি যার যার ঘরে।

সভাপতি, কেরানীগঞ্জ বন্ধুসভা