সপ্তাহব্যাপী গাজীপুর বন্ধুসভার বৃক্ষরোপণ

খোলা জায়গায় গাছের চারা রোপণ করছেন গাজীপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

বৃক্ষ ও প্রাণিকুল একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই।

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় চারাগাছ রোপণ ও বিতরণ করে গাজীপুর বন্ধুসভা। আগস্টের শেষ সপ্তাহজুড়ে ২ হাজার ৩০০টি গাছ বন্ধুরা গাজীপুর সদরসহ বিভিন্ন উপজেলায় রোপণ ও বিতরণ করেন।

টাঙ্গাইল শাহীন ক্যাডেট ও টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণ ও স্কুল আঙিনায় বন্ধুরা ও শিক্ষার্থীরা মিলে চারাগাছ রোপণ করেন। এ ছাড়া রাস্তার ধারে ও অন্যান্য এলাকায়ও বৃক্ষরোপণ করেন বন্ধুরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন স্কুলে কিছু গাছ বিতরণ করা হয়।

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে গাজীপুর বন্ধুসভার গাছ বিতরণ
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শাহীন ক্যাডেট স্কুলের মাওনা শাখার পরিচালক ফজলুল হক ও টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের রোভার ইউনিটের সহকারী অধ্যাপক লতিফা পারভিন, গাজীপুর বন্ধুসভার সভাপতি উম্মে কুলসুম ইস্তিলা, পরিবেশবিষয়ক সম্পাদক মো. বিজয়, ম্যাগাজিন সম্পাদক আবিদা সুলতানা, কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আরিফ ও সামিউল ইসলামসহ অন্য বন্ধুরা।

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক লতিফা পারভিন বন্ধুদের উদ্দেশে বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি একটি চমৎকার উদ্যোগ। ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে বৃক্ষরোপণে অংশগ্রহণ করে খুব ভালো লেগেছে। বিশেষ করে সবাই মিলে যখন একেকটি গাছ রোপণ করেছে, এটা আমাকে সত্যিই অভিভূত করেছে। আরও মুগ্ধ হয়েছি ওরা শুধু বৃক্ষরোপণ করে বসে থাকবে না, নিয়মিত এর পরিচর্যার খোঁজখবরও রাখবে।’

সভাপতি, গাজীপুর বন্ধুসভা