স্বাধীনতা দিবসে ঝিনাইদহ বন্ধুসভার পাঠচক্র ও ইফতার
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠচক্রের আসর ও ইফতার আয়োজন করেছে ঝিনাইদহ বন্ধুসভা। ২৬ মার্চ বিকেলে পৌর শহরের দেবদরু অ্যাভিনিউর বিপরীতে নদীর পাড়ে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রের বিষয় ছিল ‘বাংলাদেশের স্বাধীনতায় গণমাধ্যম ও সাহিত্যিকদের ভূমিকা’। এ ছাড়া স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে গণমাধ্যম ও সাহিত্যের গুরুত্ব বিশ্লেষণ করেন বন্ধুরা। আলোচনা করেন স্বাধীনতার তাৎপর্য নিয়ে।
আলোচনা করেন সাবেক সভাপতি আবু রেজা ইমরান, সানজিদা আফরোজ, সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যাল বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাইফ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি রাজিয়া সুলতানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ললিত কবির, সাংগঠনিক সম্পাদক ফারদিন আহমেদসহ অন্যান্য বন্ধুরা।
সাংগঠনিক সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা