নীলফামারী বন্ধুসভার উদ্যোগে পাঁচ নারীকে সম্মাননা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলার সফল ও পরিশ্রমী পাঁচ নারীকে ফুল ও বই উপহার দিয়েছে নীলফামারী বন্ধুসভা। ৭ মার্চ এগুলো উপহার দেন বন্ধুরা।
উপহার নিয়ে যাওয়া হয় অতিথিদের নিজ বাসভবন ও কর্মস্থলে। শুভেচ্ছা বিনিময়ের পর শোনা হয় তাঁদের সফলতার গল্প। সফল ও পরিশ্রমী নারীরা হলেন নীলফামারী জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর লায়লা আনজুমান আরা ইতি, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মোছা. ফারহানা আফরোজ তানি, নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের কর্মসূচি সমন্বয়কারী ইতা হাঁসদা, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং সহকারী রত্না আখতার ও নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি আক্তার।
সম্মাননা পেয়ে লায়লা আনজুমান আরা ইতি বলেন, ‘আমাদের সময় একটি পরিবারে ছেলেদের তুলনায় মেয়েদের পড়াশোনা করে বেড়ে ওঠা সহজ ছিল না। স্নাতক প্রথম বর্ষে পড়ার সময় আমার বিয়ে হয়ে যায়। পড়াশোনার আগ্রহ দেখে বাবার পরে শ্বশুরের সাপোর্ট ও আমার ঐকান্তিক প্রচেষ্টার ফলে আজ আমি এ অবস্থানে আসতে পেরেছি।’
মোছা. ফারহানা আফরোজ তানি বলেন, ‘নারী দিবসের এক দিন আগেই এমন শুভেচ্ছা আমাকে ব্যাকুল করেছে। বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ ইতা হাঁসদা বলেন, ‘আমাদের সমাজে নারীদের নিয়ে কাজ করতে চাই। অবহেলিত নারীদের আলোর পথ দেখাতে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য সবার সামনে তুলে ধরতে চাই।’
রত্না আখতার ও রুবি আক্তার নারী দিবসে প্রথম আলো বন্ধুসভার ভালো কাজটির পাশে থেকে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান। নারীদের প্রতি সুন্দর দৃষ্টিভঙ্গি ও সম্মানের চোখে দেখতে আহ্বান জানান তাঁরা।
আয়োজন সফল করতে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার সহসভাপতি নিপুণ রায়, সাধারণ সম্পাদক আরিফ ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি শাহ, দপ্তর সম্পাদক তন্ময় রায়, সাংস্কৃতিক সম্পাদক তামান্না ইসলাম, সৌমিক, সিফাত ইসলাম, সাজিদ ইসলামসহ অন্য বন্ধুরা।