ভাষাশহীদদের স্মরণ করল ফেনী বন্ধুসভা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে ফেনী বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকাল আটটায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরি করে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা।
সভাপতি জান্নাত আক্তার ও সাধারণ সম্পাদক লোকমান চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেনী বন্ধুসভার উপদেষ্টা জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, উপদেষ্টা নাজমুল হক শামীম, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম, মনিকা রায়, সহসাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন ভূঞা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক দীপঙ্কর রায়, বন্ধু মাহানা আফরিন, ফারজানা আক্তার, সাবিহা নওশীন, ফারজানা জেরিন, তানজিদা জাহান, জাইমা ইসলাম, আল আমিন, আল জুবায়েদ, দেবাশীষ রায়, অর্ণব রায় ও জিদনী।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলো ফেনী অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা