সবুজ বাঁচলে আমরা বাঁচি

শিক্ষার্থীদের গাছের চারা বিতরণকালে বন্ধুসভার মানববৃক্ষ লোগো তৈরি করে রংপুর বন্ধুসভাছবি: বন্ধুসভা

একেকটি বৃক্ষ একেকটি মানবিক মানুষের মতো। মানবিক মানুষ যেমন সমাজকে সুন্দর করতে সহযোগিতা করে, তেমনি প্রতিটি বৃক্ষও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে। গাছ রোপণ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গাছগুলো যাতে রক্ষা পায়, নির্বিঘ্নে বেড়ে ওঠে, সেটিরও খেয়াল রাখতে হবে। যত্ন নিতে হবে। পরিবেশ ভালো রাখার জন্যই আমাদের গাছ লাগাতে হবে।

দেশব্যাপী চলছে বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি। ‘আর নয় প্লাস্টিক দূষণ, জীবন বাঁচাতে বৃক্ষরোপণ’ প্রতিপাদ্যে নিজেদের ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করছে বন্ধুসভাগুলো। কোথাও কোথাও গাছ দিয়ে সহযোগিতা করছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।

২৩ ও ২৪ জুলাই রংপুরের পীরগাছা ও বদরগঞ্জ উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার গাছের চারা বিতরণ করে রংপুর বন্ধুসভা। তাদের এই কার্যক্রম চলমান থাকবে।

২৩ জুলাই জেলার দোয়ারাবাজার উপজেলার বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ ও বরইউরি দারুস সুন্নাত আলিম বহুমুখী মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি করে সুনামগঞ্জ বন্ধুসভা। শিক্ষাপ্রতিষ্ঠান দুটিতে ১ হাজার ২০০টি ফলদ গাছের চারা রোপণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন বন্ধুরা।

নোয়াখালী বন্ধুসভা ২৪ জুলাই প্রথম ধাপে সদর উপজেলায় অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করে। এদিন তারা শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ, ঔষধি ও কাঠজাতীয় গাছের ২০০টি চারা বিতরণ ও কিছু চারা রোপণ করে। পঞ্চগড় সদর উপজেলার দেওয়ান হাট উচ্চবিদ্যালয়, ফুটকিবাড়ী উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ফুটকিবাড়ী এবতেদায়ি হাফেজিয়া মাদ্রাসায় ১ হাজার ৬০০ ফলদ গাছের চারা রোপণ ও শিক্ষক-শিক্ষার্থীদের বিতরণ করে পঞ্চগড় বন্ধুসভা।

১৩ ও ২৪ জুলাই দুই ধাপে বৃক্ষরোপণ করে ঝিনাইদহ বন্ধুসভা। মোট তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৮০০ গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন বন্ধুরা।

এ ছাড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং বন্ধুদের মধ্যে ৩৫০টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করে ডিআইইউ বন্ধুসভা। ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় তিন হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করে রাজশাহী বন্ধুসভা। বন্ধুদের মধ্যে গাছের চারা বিতরণ করে সিরাজগঞ্জ বন্ধুসভা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রায় ১৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন গোবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা। গাজীপুর বন্ধুসভার বন্ধুরা জয়দেবপুরের বিভিন্ন স্কুল-কলেজ প্রাঙ্গণে এবং রাস্তার ধারে অসংখ্য ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।