বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৫ জুন রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পরিবেশ মেলায় এই কার্যক্রমে অংশ নেন বন্ধুরা।
বিরল বৃক্ষ ও নবান্ন কৃষি খামার, সিরাজগঞ্জের স্টলে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিরল প্রজাতির চারা বিনা মূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশদূষণ রোধে সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়।
রাবি বন্ধুসভার সভাপতি তুহিনুজ্জামান বলেন, ‘আজ আমরা এমন একটি সময়ে বাস করছি, যখন পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা আমাদের সামনে ভয়ংকরভাবে দাঁড়িয়ে আছে। বায়ুদূষণ, পানিদূষণ, বনভূমি ধ্বংস, জীববৈচিত্র্য হারানো—এসবই জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। আমাদের কাজ হলো এই সমস্যা সমাধানের জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানো।’
সাধারণ সম্পাদক রহিমা সিদ্দীকি বলেন, ‘আমাদের ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে। যেমন প্লাস্টিক ব্যবহার কমানো, বৃক্ষরোপণ করা, বিদ্যুৎ সাশ্রয় করা এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করা। এমন ছোট ছোট প্রচেষ্টাই বড় ফলাফল বয়ে আনতে পারে।’
সভাপতি, রাবি বন্ধুসভা