‘কম্বলটা পায়ে হামি খুব খুশি’

এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেছে বগুড়া বন্ধুসভাছবি: বন্ধুসভা

‘ঠান্ডায় প্রাণটা যায় যায় অবস্থা। কম্বলটা পেয়ে খুব ভালো হলো। রাতে কম্বলের গরমে শান্তিতে ঘুমাবার পারব।’ তীব্র শীতে কম্বল পেয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে এতিম শিশু হৃদয় খান।

১২ জানুয়ারি প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বগুড়ায় এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এদিন উত্তরের এই জনপদে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গড়ে ১১ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈতপ্রবাহের সঙ্গে হিমেল বাতাসও ছিল। দিনভর সূর্যের দেখা মেলেনি।

সন্ধ্যায় প্রথম আলো বগুড়া বন্ধুসভার কক্ষে এতিম শিশুদের কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে উচ্ছ্বসিত শিশু পিয়াস বলে, ‘আমাগেরেক তো দেখার মতো উঙ্কা কেউ নাই। আপনাগরক সবাক ধন্যবাদ। কম্বলটা পায়ে হামি খুব খুশি।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ, বগুড়া বন্ধুসভার সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মাহির ফয়সাল, সোহানুর ইসলাম, শাহরিয়ার সিফাত, আম্বিয়া মেহেজাবীন, রুবাইয়া রুবি, আরজানা খাতুন, সাকিব আল হাসান এবং আশরাফুল উলুম কওমি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আরিফুল ইসলাম।

প্রচার সম্পাদক, বগুড়া বন্ধুসভা