বাবা-মেয়ের গল্পে নানা স্মৃতি ও অব্যক্ত কথা উঠে আসে

প্রথম আলোর রংপুর অফিসে ‘বাবা-মেয়ের গল্প শুনি’ আয়োজনে মেয়ে আফিফা ইশরাত চেতনা ও বাবা মোহাম্মদ শাহ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

‘ব্যক্তিজীবনে বেশ ব্যস্ত সময় কাটিয়েছি। পাশাপাশি মেয়েদের খেয়াল রেখেছি সচেতনভাবে। তাদের স্বাধীনতা দিয়েছি এবং তা অব্যাহত রেখেছি। কারণ, তারা প্রাপ্য স্বাধীনতার অপব্যবহার করেনি। তা সত্ত্বেও বাবার কাছ থেকে পর্যাপ্ত সময় না পাওয়ার একটি অভিযোগ মেয়েদের আছে, তা থাকে এবং থাকবে।’

৬ ফেব্রুয়ারি বিকেলে প্রথম আলোর রংপুর অফিসে ‘বাবা-মেয়ের গল্প শুনি’ শিরোনামে অনুষ্ঠিত এক প্রাণবন্ত গল্প শোনার আসরে এভাবেই নিজের কন্যাসন্তানদের নিয়ে অনুভূতি ব্যক্ত করেন বাবা মোহাম্মদ শাহ আলম। পেশাগত জীবনে তিনি রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সাবেক অধ্যাপক ও সংস্কৃতিকর্মী।

‘বাবা-মেয়ের গল্প শুনি’ আয়োজন
ছবি: বন্ধুসভা

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ‘সেলিব্রেটিং ডটার্স’ ক্যাম্পেইনের আওতায় ‘কথা হোক’ কার্যক্রমের অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়। সহযোগিতা করছে প্রথম আলো ডটকম। অনুষ্ঠানে এসেছিলেন মোহাম্মদ শাহ আলমের মেয়ে আফিফা ইশরাত চেতনা। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক।

বাবা-মেয়ের গল্পে ভালোবাসা, আবেগ, অভিমান, অভিযোগ, অনুরাগ, বন্ধনের নানা স্মৃতি ও অব্যক্ত কথা উঠে আসে। আফিফা ইশরাত চেতনা বলেন, ‘অনেক দিন পর বাবাকে এতটা সময় কাছে পেলাম।’

অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধুরা নানা কৌতূহলী প্রশ্ন করেন এবং উত্তর পান। উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, রংপুর বন্ধুসভার উপদেষ্টা আরিফুল হক রুজু, সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সংগীতা দাস, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সোহাগ, বন্ধু সাইদুর জামানসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা