বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প সংকলন ‘গল্পগুচ্ছ’ থেকে একটি ছোটগল্প ‘দেনাপাওনা’। গল্পটি নিয়ে পাঠচক্রের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। ১১ মে বিকেলে দিনাজপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
বাংলা সাহিত্যজগতের একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যিনি শুধু কবি ছিলেন না, বরং সাহিত্যের প্রতিটি শাখা, শিল্প ও মানবচিন্তার নানা দিককে স্পর্শ করেছেন। তিনি একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সংগীতস্রষ্টা, শিল্পী, অভিনেতা ও দার্শনিক।
শুরুতেই সঞ্চালক দীপু রায় পাঠচক্রের গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, একা একা পাঠ করলে উচ্চারণ ও উপলব্ধির জায়গায় ভুল থেকে যেতে পারে। তাই পাঠচক্রের মতো সম্মিলিত পাঠ আয়োজন সেই ভুলগুলো সংশোধনের সুযোগ সৃষ্টি করে এবং উচ্চারণের স্পষ্টতার উন্নতি ঘটায়।
‘দেনাপাওনা’ গল্পটিতে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন সমাজে প্রচলিত যৌতুক প্রথার নির্মমতা ও নারীর আত্মমর্যাদার ট্র্যাজেডি। গল্পে তিনি দেখিয়েছেন পণপ্রথার জন্য কীভাবে কেন্দ্রীয় চরিত্র নিরুপমা নিজের জীবন বিসর্জন দিয়েছে। এ গল্পটি যেন কুৎসিত পণপ্রথার অনন্য দলিল।
পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপ–মায়ে আদর করে নাম রাখলেন নিরুপমা। নিরুপমার বিয়ের বয়স হলে রামসুন্দর মিত্রের তাঁর আদরের মেয়েকে বনেদি ঘরে বিয়ে দেওয়ার ইচ্ছা জাগে এবং সেই সুযোগও তিনি পেয়ে যান। বনেদি ঘরের ছেলে ডেপুটি ম্যাজিস্ট্রেট; তাই পণ নির্ধারণ হয় রামসুন্দরের সাধ্যের অনেক উঁচুতে। ধার্যকৃত পণের টাকা দিতে না পারায় নিরু শ্বশুরবাড়িতে অবহেলা ও অত্যাচারের শিকার হয়। একপর্যায়ে রামসুন্দর সর্বস্ব দিয়ে যৌতুক জোগাড় করে দিতে চাইলে নিরু জানায়, টাকার বিনিময়ে সে নিজের আত্মসম্মানের সঙ্গে আপস করতে চায় না। পরিশেষে দীর্ঘ অবহেলা ও শারীরিক অসুস্থতায় নিরুপমার মৃত্যু ঘটে।
সহসভাপতি দীপু রায় বলেন, ‘“দেনাপাওনা” গল্পের মতো বর্তমান প্রেক্ষাপটেও যৌতুক লক্ষণীয়। যৌতুক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। তাই আমাদের সচেতন নাগরিক হিসেবে যৌতুকের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত বলে মনে করি।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আরিয়ানা চৌধুরী, সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন সিংহ, সাংস্কৃতিক সম্পাদক জুঁই আফরোজ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, প্রচার সম্পাদক সজীব চন্দ্র রায়, দপ্তর সম্পাদক আল আবিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আল-আমিন, বন্ধু প্রাপ্তি পায়েল, মোছা. শাহানাজ, শাহরিয়ার কবিরসহ অন্য বন্ধুরা।
বইমেলা সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা