প্রথম আলো বন্ধুসভার অন্যতম ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। বন্ধুসভার বন্ধুরা দেশের স্বাধীনতাসংগ্রামের চেতনাকে ধারণ করে সারা বছর সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে থাকেন। পাশাপাশি যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, সেই মহান সূর্যসন্তানদের নানাভাবে স্মরণ করেন।
তারই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রথম আলো বন্ধুসভা। বেলা ১১টায় জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদ, ঢাকা মহানগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভার বন্ধুসভার বন্ধুরা।
জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক বলেন, ‘সব নাগরিক সুবিধায় বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখে বন্ধুসভা। বন্ধুসভার বার্ষিক কার্যক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ে জানা ও কর্মসূচি বাস্তবায়ন নিয়মিত কাজ। বন্ধুরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মহান মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারণ করেন। নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হোক আমাদের সবার অঙ্গীকার।’
জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন করতে হলে মুক্তিযোদ্ধারা যে উদ্দেশ্যে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, সেই উদ্দেশ্যকে লালন ও ধারণ করতে হবে।