শরীয়তপুর বন্ধুসভার উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করে শরীয়তপুর বন্ধুসভা। গত ২৯ আগস্ট ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
এদিন শরীয়তপুর সরকারি কলেজ, গোলাম হায়দার খান মহিলা কলেজ, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়, শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়, পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাসাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ করেন বন্ধুরা। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে কিছু চারা বিতরণ করা হয়।
পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা আক্তার বলেন, ‘বন্ধুসভার এই কার্যক্রমকে সাধুবাদ জানাই। আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতে বন্ধুসভার সঙ্গে যুক্ত হবার জন্য আহবান জানাব।’
শরীয়তপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক তামিম হোসেন বলেন, ‘বৃক্ষ আমাদের সর্বোত্তম বন্ধু। তাই বৃক্ষ রোপণ ও চারা বিতরণ করতে পেরে আমরা উচ্ছ্বসিত।’
যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর বন্ধুসভা