লেক-পাহাড় দর্শন ও আনন্দভ্রমণ

লঞ্চের ছাদে বসে প্রকৃতি উপভোগ করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

কাপ্তাই হয়ে রাঙ্গামাটি জেলা সদর পর্যন্ত লেক ভ্রমণ, আনন্দ আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো চট্টগ্রামের রাউজান বন্ধুসভার আনন্দভ্রমণ। ৭ অক্টোবর সকালে যাত্রা শুরু করে রাতে বাড়ি ফিরে আসার মাধ্যমে সমাপ্ত হয় এ আনন্দ আয়োজন।

ভ্রমণে বন্ধুসভার বন্ধুরা ছাড়াও তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন। এদিন সকালের নাশতা শেষে প্রথমে বাসে করে কাপ্তাই জিবতলি ঘাটে পৌঁছান বন্ধুরা। সেখান থেকে তিনটি লঞ্চে উঠে পরিবারের সদস্যদের নিয়ে আসন ভাগ করে নেন সবাই।

আনন্দভ্রমণ শেষে বাড়ি ফেরার মুহূর্তে
ছবি: বন্ধুসভা

দুই ঘণ্টার মধ্যে লেক ঘুরে দুপুরে বার্গি লেকে পৌঁছায় মধ্যাহ্নভোজনের জন্য। মধ্যাহ্নভোজন শেষে লঞ্চের ছাদে চলে বন্ধুদের গান গাওয়া, কবিতা আবৃত্তি ও ছড়াপাঠ। এরপর বেলা তিনটায় রাঙ্গামাটি সদরের পলওয়েল পার্কে গিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব ও মজার সব খেলাধুলা। ছিল র‌্যাফল ড্র, গান ও নৃত্য পরিবেশনা, কবিতা আবৃত্তি, স্বরচিত গল্প বলা, আনন্দ আড্ডা, ফটোসেশনসহ নানা আয়োজন।

সন্ধ্যায় কাপ্তাইয়ের নিসর্গ পার্কে ফিরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ। আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা হওয়া ২৩ জন বন্ধুর হাতে পুরস্কার তুলে দেন রাউজান বন্ধুসভার উপদেষ্টা এস এম জসিম উদ্দিন ও কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ নাসির উদ্দিন।

পুরস্কার বিতরণ পর্ব
ছবি: বন্ধুসভা

আনন্দভ্রমণে আরও উপস্থিত ছিলেন রাউজান বন্ধুসভার উপদেষ্টা সৈয়দ উদ্দিন আহমদ, মুহাম্মদ মহিউদ্দিন ইমন, আহমেদ সৈয়দ, কাপ্তাই প্রেসক্লাব ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, শিক্ষক সৈয়দ আবদুল্লাহ রশিদি, ব্যাংক কর্মকর্তা এস এম সালাহ উদ্দিন, প্রথম আলোর প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন, রাউজান বন্ধুসভার সভাপতি সালসাবিল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক পিয়া বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আল হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক কবি সরোয়ার রানা, দপ্তর সম্পাদক আবদুল গণি, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী শিহাবুদ্দিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক এম সায়মন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুপ্রিয়া শীল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মুহাম্মদ আনোয়ার আলম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তসলিমা আকতার, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আকলিমা আকতার, বন্ধু বকুল বড়ুয়া, সৈকত চৌধুরী, সুব্রত দত্ত, ইউসিং মি মারমা, শানীন তালুকদার, সুব্রত দত্ত, রাশেদ উদ্দিন, পাভেল চৌধুরী, ইমন দাশ, কামরুল হক সবুজ, মুহাম্মদ রাকিব, রাসেল বড়ুয়া প্রমুখ।

সাধারণ সম্পাদক, রাউজান বন্ধুসভা