শারদীয় সৌহার্দ্য

সিলেট বন্ধুসভার বন্ধুদের সঙ্গে রঙিন জামা হাতে সুবিধাবঞ্চিত শিশুরাছবি: বন্ধুসভা

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই স্বর্গ থেকে মর্তলোকে আগমন ঘটেছিল দেবী দুর্গার। এ দুর্গোৎসবকে কেন্দ্র করে ড্যাফোডিল বন্ধুসভা আয়োজন করেছে ‘শারদীয় সৌহার্দ্য’। এই আয়োজনে অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী ও রঙিন পোশাক উপহার দেওয়া হয়।

এবারই প্রথম দুর্গাপূজা উপলক্ষে এমন উদ্যোগ নিয়েছে ড্যাফোডিল বন্ধুসভা। বন্ধুদের নিজ অর্থায়নে ১ থেকে ৫ অক্টোবর মানিকগঞ্জ ও জয়পুরহাটে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মানিকগঞ্জে সমন্বয়কের দায়িত্ব পালন করেন বন্ধু বিজন সরকার। আর জয়পুরহাটে দায়িত্ব পালন করেন অনিক সরকার ও মেঘা খেতান।

তাঁরা স্থানীয় সনাতন ধর্মীয় কিছু অসহায় মানুষদের তালিকা করে তাঁদের মাঝে উপহার পৌঁছে দেন। উপহার পেয়ে খুশি হয়ে এক বৃদ্ধা বলেন, ‘আমরা গরীব মানুষ। প্রতি বছর পুরাতন কাপড় পরে মন্ডপে যাই। এবার আপনাদের দেওয়া নতুন কাপড় পরব। পূজা ভালো কাটবে।’

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ২৭ সেপ্টেম্বর সিলেট বন্ধুসভা আয়োজন করে ‘রঙিন সুতায় শারদ উৎসব’। সিলেটের বটেশ্বরে অবস্থিত শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে ভাউয়ার পার, শ্যামপুর, জালালনগর—এই তিন গ্রামের ৫০ জন শিশুর মধ্যে রঙিন জামা বিতরণ করেন বন্ধুরা। নতুন জামা পেয়ে বাচ্চারা খুশিতে মেতে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বন্ধুসভার সভাপতি হুমাইরা জাকিয়া, সাধারণ সম্পাদক অন্তর শ্যাম, অর্থ সম্পাদক সমীর বৈষ্ণব, সাংগঠনিক সম্পাদক মিহরাব আহমেদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপান্বিতা সেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক তমা সূত্রধর, সাবেক সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র, সদস্য হৈমন্তী দাশ প্রমুখ।

৪ অক্টোবর দুর্গাপূজার নবমীর দিন লালমনিরহাট বন্ধুসভার পক্ষ থেকে জেলা শহরের ঐতিহ্যবাহী কালীবাড়ি পূজা মন্ডপে দর্শনার্থীদের বিনা মূল্যে বিশুদ্ধ খাবার পানির ৩০০ বোতল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট বন্ধুসভার সভাপতি শেখ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারাহ নাজ, সহসাংগঠনিক সম্পাদক সাব্বির ইসলাম প্রমুখ।

মন্দির কমিটির সভাপতি শংকর চক্রবর্তী বলেন, ‘শারদীয় দুর্গাপূজার মহানবমীতে বন্ধুসভার এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। প্রথম আলো শুধু সংবাদপত্র নয়, তার চেয়ে বেশি কিছু।’