শিশুদের মধ্যে ঈদের খুশি ছড়াল চবি বন্ধুসভা

চবি বন্ধুসভার পক্ষ থেকে নতুন রঙিন জামা উপহার পেয়ে শিশুদের উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

পবিত্র রমজানের একটি মাস সংযমের পর ঈদ নিয়ে আসে ঘরে ঘরে খুশির বার্তা। কিন্তু ঈদ সবার জন্য সমান নয়, সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা বঞ্চিত হয় ঈদের আনন্দ থেকে। তাদের মধ্যেও ঈদকে আনন্দমুখর করতে সহমর্মিতার ঈদ কর্মসূচি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৩ ও ১৬ মার্চ দুই ধাপে শিশুদের মধ্যে নতুন রঙিন জামা বিতরণ করেছেন বন্ধুরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বর্তমান ও সাবেক উপদেষ্টাদের অর্থায়নে এবং বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ৭২টি শিশুকে ঈদের নতুন পোশাক উপহার দেওয়া হয়। নতুন পোশাক পেয়ে শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। অনুভূতি প্রকাশ করতে গিয়ে আট বছর বয়সী সবুজ বলে, ‘বন্ধুসভার কল্যাণে এবার ঈদে অনেক বছর পর নতুন জামা পেয়েছি। আমি অনেক খুশি।’

চবি বন্ধুসভার পক্ষ থেকে নতুন রঙিন জামা উপহার পেয়ে শিশুদের উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

চবি বন্ধুসভার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ফাহমিদা ফিমা বলেন, ‘ঈদে প্রায় প্রতিটি পরিবারেই নতুন জামাকাপড় কেনা হয়। কিন্তু অর্থনৈতিক কারণে যখন পরিবারের ছোট শিশুটির নতুন জামা কেন হয় না, তখন ঈদের আনন্দ ফিকে হয়ে যায়। সেই ছোট শিশুদের জন্য অসাধারণ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। শিশুরা যখন রঙিন জামা হাতে পেয়ে ভুবনভোলানো হাসি দিল; সেই হাসিই আমার জন্য ঈদের আনন্দ। সবাইকে নিয়ে হাসিখুশি আর ভালো থাকাই তো ঈদের শিক্ষা।’

সাধারণ সম্পাদক আলী আকরাম বলেন, ‘এবার আমরা ক্যাম্পাসের আশপাশে যত পথশিশু আছে, সবাইকে রঙিন বস্ত্র দেওয়ার চেষ্টা করেছি।’

শিশুর হাতে ঈদের উপহার তুলে দিচ্ছেন চবি বন্ধুসভার উপদেষ্টারা
ছবি: বন্ধুসভা

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চবি বন্ধুসভার উপদেষ্টা মো. মঞ্জুরুল কিবরিয়া, শারমিন সুলতানা, রাহী হোসেন চৌধুরী ও সভাপতি তাকিত মল্লিক। এ ছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি ফাল্গুনী ভট্টাচার্য, নুসরাত পাইরিন, যুগ্ম সম্পাদক আহনাফ হাসান, অর্থ সম্পাদক রওশন আরা রব, কার্যনির্বাহী সদস্য জয়দেব, রিপা সাহা, তাবাচ্ছুম কায়সারসহ অন্য বন্ধুরা।