জামালপুর বন্ধুসভার পাঠচক্রে ‘আমার বন্ধু রাশেদ’
মোহাম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস ‘আমার বন্ধু রাশেদ’ নিয়ে পাঠচক্র করেছে জামালপুর বন্ধুসভা। ২৮ সেপ্টেম্বর বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
গ্রন্থ আলোচনায় পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরুল ইসলাম বলেন, সময়টা ১৯৭১ সাল, অষ্টম শ্রেণিতে পড়া রাশেদ অবাক চোখে দেখে দেশজুড়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। একদিন আবিষ্কার করে, তাদের শহরেও এসে পড়েছে পাকিস্তানি হানাদার বাহিনী। সম্মুখযুদ্ধে আটক হওয়া এক মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে রাশেদ ও তার বন্ধুরা। রাশেদও যেন নিজের অজান্তেই হয়ে ওঠে প্রকৃত মুক্তিযোদ্ধা।
বন্ধু সাদিয়া নুর বলেন, একদিন অরু আপুদের বাসায় থাকার নাম করে ইবু ও রাশেদ মুক্তি বাহিনীদের সঙ্গে দেখা করতে যায়। সেখানে যেয়ে দেখা পায় শফিক ভাই এবং ওদের বন্ধু কাদেরের। মিলিটারি ঘাঁটিতে আক্রমণ করবে মুক্তি বাহিনী। এ জন্য নিজেদের জীবন বাজি রেখে মুক্তি বাহিনীর কাছে গুলি পৌঁছে দেয় রাশেদ, ইবু, আশরাফ ও ফজলু। মিলিটারি ঘাঁটি আক্রমণে মুক্তি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে অংশ নেয় ইবু ও রাশেদ। ঘটনাটি মনে করিয়ে দেয় কীভাবে ৭১-এর মুক্তিযুদ্ধে কিশোরেরা সরাসরি অংশগ্রহণ করে।
গ্রন্থ আলোচনায় আরও যুক্ত হন তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি ডা. জাকারিয়া জাকি, সহসভাপতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান, বইমেলা সম্পাদক তাসকিন মাহমুদসহ অন্যান্য বন্ধুরা।
বন্ধু, জামালপুর বন্ধুসভা