সারা দেশের বন্ধুসভার কার্যক্রম

ভৈরব বন্ধুসভার ১৫৬তম পাঠের আসর
ছবি: অর্ণব সাহা

ভৈরব: গত ২৭ জুন প্রথম আলো ভৈরব অফিসে ভৈরবসভার বন্ধুরা লেখক জন গ্রিনের দ্য ফল্ট ইন আওয়ার স্টারস অবলম্বনে অনূদিত তুমি রবে নীরবে বইয়ের ওপর পাঠচক্রের আয়োজন করেন। এটি তাঁদের ১৫৬তম পাঠের আসর। এর আগে ২৫ জুন অনুষ্ঠিত হয় বন্ধুদের গল্প শোনার আয়োজন ‘বন্ধু কথন’–এর ১৫তম পর্ব। ২০ জুন সন্ধ্যায় ভৈরবসভার বন্ধুরা স্বাধীন বাংলাদেশের ইতিহাসের রহস্যপুরুষ সিরাজুল আলম খানকে নিয়ে মহিউদ্দিন আহমদের লেখা প্রতিনায়ক বইটি নিয়ে আলোচনায় বসেন।

ঝিনাইদহ: ২৪ জুন ঝিনাইদহ প্রতিভাস স্কুলে আহমদ ছফার গাভী বিত্তান্ত বই নিয়ে পাঠচক্র ও সাধারণ সভার আয়োজন করে বন্ধুসভা।

সিলেট বন্ধুসভার ফটোগ্রাফি কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন আনিস মাহমুদ
ছবি: বন্ধুসভা

সিলেট: সিলেট শহরের ইউনিভার্সাল কলেজের হলরুমে ২৩ জুন বিকেলে ফটোগ্রাফি কর্মশালার আয়োজনে করে সিলেট বন্ধুসভা। এতে ৫০ জনের বেশি প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রথম আলোর ফটোসাংবাদিক আনিস মাহমুদ। তিনি কম্পোজিশন, লাইটিং, এক্সপোজারসহ ফটোগ্রাফির মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। ফটোসাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ফটোসাংবাদিক হিসেবে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।

মেহেরপুর: মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনারকক্ষে ২৫ জুন আবদুল্লাহ আল আমিনের লেখা বাঙালি মুসলমান সমাজের সংস্কৃতি ভাবনা বই নিয়ে পাঠের আসরে বসেন বন্ধুসভার বন্ধুরা।

যশোর: যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছ বিতরণ করার মধ্য দিয়ে ২০ জুন বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করে যশোর বন্ধুসভা। এরই মধ্যে প্রায় ১০০ চারা রোপণ করেছেন বন্ধুরা।

এমসি কলেজ: কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ সাতটি তারার তিমির নিয়ে ২৪ জুন সিলেটের টিলাগড়–সংলগ্ন ইকোপার্কের প্রাকৃতিক পরিবেশে পাঠচক্র করে এমসি কলেজ বন্ধুসভা।

চট্টগ্রাম বন্ধুসভার সাত মাসব্যাপী চলচ্চিত্র উৎসবের প্রথম দিন অংশ নেওয়া বন্ধুরা
ছবি: বন্ধুসভা

চট্টগ্রাম: দেশের সমৃদ্ধ সংস্কৃতিকে তরুণসমাজের কাছে পরিচয় করিয়ে দিতে চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে শুরু হলো সাত মাসব্যাপী চলচ্চিত্র উৎসব। ‘চলচ্চিত্রে নিজ ভাষা, নিজ সংস্কৃতি’ স্লোগানে ২৩ জুন বিকেলে উৎসবের প্রথম দিন প্রদর্শিত হয় কালজয়ী চলচ্চিত্র সারেং বৌ। ৪০ জন বন্ধু মিলে একসঙ্গে চট্টগ্রাম বন্ধুসভার কক্ষে বসে বড় পর্দায় এটি উপভোগ করেন। পর্যায়ক্রমে বছরজুড়ে আরও ১৭টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

নোয়াখালী: ২৩ জুন বিকেলে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বন্ধুসভার বন্ধুদের পাঠচক্রের আসরে নির্ধারিত বই ছিল সৈয়দ মুজতবা আলীর লেখা নোনাজল নামের ছোটগল্প।

খুলনা: শওকত ওসমানের বিখ্যাত উপন্যাস ক্রীতদাসের হাসি–এর ওপর ২৩ জুন প্রথম আলোর খুলনা অফিসে বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় পাঠচক্র ও পাঠ রিভিউ প্রতিযোগিতা।

কেরানীগঞ্জ: ২২ জুন কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে কেরানীগঞ্জ বন্ধুসভার আয়োজনে সুবিধাবঞ্চিত শিশু ও শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়।

সুবিধাবঞ্চিত শিশুদের ফল উপহার দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ২১ জুন ‘রোড টু করপোরেট’ ওয়েবিনার আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বন্ধুদের বিভিন্ন দক্ষতাকে আরও উন্নত করার লক্ষ্যে নিয়মিত অনলাইন ইভেন্ট ‘স্কিলস আপ ১.০’ –এর অংশ হিসেবে এটির আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়: আহমদ ছফার গাভী বিত্তান্ত বই নিয়ে ২০ জুন বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাঠচক্রের আয়োজন করে ঢাবি বন্ধুসভা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস সাতকাহন নিয়ে পাঠচক্র করেন বন্ধুরা। পরে ‘মায়ের প্রতি খোলাচিঠি লেখনী’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ১৮ জন পুরান ঢাকার সদরঘাট এলাকায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ফল বিতরণ করেন জবি বন্ধুসভার বন্ধুরা।

মাদারীপুর: মাদারীপুরে ১৭ জুন বন্ধুসভার বন্ধুরা এতিম শিশুদের নিয়ে ফল উৎসব করেন।