বৈশাখের শুরু থেকেই তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখর তাপের তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। জনজীবনে অবর্ণনীয় দুর্ভোগ নেমে এসেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে প্রাত্যহিক কর্মকাণ্ড। অফিস-আদালত, স্কুল-কলেজ, হাসপাতাল, নির্মাণকাজ—সবকিছুই চরমভাবে বিঘ্নিত। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, পথশিশু, হকার, ফেরিওয়ালাদের জীবনে যেন এই তাপপ্রবাহ হুমকি হয়ে নেমে এসেছে।
এই মানুষদের কাছে স্বস্তির ভালোবাসা পৌঁছাতে চেষ্টা করেছেন ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা। গত ২৮, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–সংলগ্ন এলাকাগুলোতে শতাধিক মানুষের মধ্যে বিনা মূল্যে বিশুদ্ধ পানি, লেবুর শরবত ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। সার্বিক তত্বাবধানে ছিলেন সভাপতি সাব্বির আহমেদ।
বন্ধুদের এই কার্যক্রম দেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, যেকোনো সংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে দূর্যোগে বন্ধুসভার এ ধরনের চমৎকার আয়োজন শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, দেশের সব মানুষকেই অনুপ্রাণিত করে।
খুশি হয়ে এক রিকশাচালক বলেন, ‘এই গরমেও কাজ করা লাগে। দিনে তিন-চারবার শরবত খাইতে মন চায়। কিন্তু টাকা খরচের ভয়ে তা পারি না। আপনাদের অসংখ্য ধন্যবাদ।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি সাব্বির আহমেদ, সহসভাপতি আদিবা জামান, সাধারণ সম্পাদক সাবিরা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, মানসী মৌ, দপ্তর সম্পাদক নাবিল মাহমুদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক অনিক ভূষণ সাহা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক অদিত আল নাফিউসহ আরও অনেকে।
বন্ধু, ড্যাফোডিল বন্ধুসভা