ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে মিনি পাঠাগার স্থাপন

বাগেরহাট বন্ধুসভার উদ্যোগে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে মিনি পাঠাগার স্থাপন
ছবি: বন্ধুসভা

কেমন হবে, যদি বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঘুরতে গিয়ে পেয়ে যান নিজের পছন্দের বই। ধরুন ঐতিহাসিক এই দর্শনীয় স্থানে হাঁটতে বা ঘুরতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। তখনই চোখের সামনে পেয়ে গেলেন ছোট একটি পাঠাগার। সেখানে পেলেন নিজের পছন্দের কিছু বইও। ঘুরতে আসা শিশু–কিশোরসহ সব বয়সীদের জন্য এমনই এক উদ্যোগ নিয়েছে বাগেরহাট বন্ধুসভা।

গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে ষাটগম্বুজ মসজিদ চত্বরের শিশু কর্নারে ‘বুক গ্যারেজ’ নামে একটি মিনি পাঠাগার স্থাপন করেছেন বন্ধুসভার বন্ধুরা। পাঠাগারে শিশু–কিশোরদের উপযোগী বইয়ের পাশাপাশি গল্প, কবিতা, ইতিহাস, গাইডসহ নানা বই রাখা হয়েছে। উদ্বোধনের পর থেকেই এখানে শিশুদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মা–বাবার সঙ্গে ঘুরতে এসে বই নিয়ে সময় কাটায় তারা।

মিনি পাঠাগার থেকে বই নিয়ে শিশুকে দেখাচ্ছেন এক বাবা
ছবি: বন্ধুসভা

গতকাল বিকেলে মা-বাবার সঙ্গে বাগেরহাটের যাত্রাপুর থেকে ষাটগম্বুজ মসজিদে এসেছিল চার বছরের ছোট রাইসা খান। মসজিদ প্রাঙ্গণ ও ঘোড়াদিঘির পাড়ে হাঁটাহাঁটি করে তারা আসে শিশু কর্নারে। তখন সামনে ছোট লাইব্রেরি দেখে চোখ আটকায় রাইসা ও তার বাবা খান মাসুদ রানার। মজার সব বই থেকে পাখি আর ছড়ার দুটি বই নিয়ে দোলনায় বসে যায় বাবার সঙ্গে। এরপর দোল খেতে খেতে দেখতে থাকে নানা ছবি। রাইসার বাবা মাসুদ রানা বলেন, ‘এটা দেখে খুব ভালো লাগছে। ঘুরতে এসে বই পড়ার সুযোগ, এখানে বইয়ের সংগ্রহ খুব ভালো। শিশুরা খুব পছন্দ করবে। বাচ্চাদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াবে।’

বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক বিশ্বজিৎ শিকদার বলেন, ‘বিশ্ব ঐতিহ্যের তিনটি স্থান বাংলাদেশে, এর দুটিই বাগেরহাটে। ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ যার অন্যতম নিদর্শন। এখানে দেশ-বিদেশের দর্শনার্থীরা ঘুরতে আসেন। শিশু–কিশোরসহ সব দর্শনার্থীদের জন্য এটি একটি অসাধারণ উদ্ভাবনী উদ্যোগ। প্রথম আলো ও বন্ধুসভার সবাইকে ধন্যবাদ জানাই।’

মিনি পাঠাগার থেকে বই নিয়ে শিশুকে দেখাচ্ছেন এক বাবা
ছবি: বন্ধুসভা

বাগেরহাট বন্ধুসভার সহসভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘প্রতিবছর প্রথম আলো ও বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা একটি করে অনুকরণীয় ভালো কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় এবার ষাটগম্বুজ মসজিদসহ কয়েকটি স্থানে বুক গ্যারেজ করার উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে বাগেরহাটের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ও পার্কে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। বই পড়ার পাশাপাশি চাইলে এখানে যে কেউ বই রেখেও যেতে পারবেন।’

মিনি পাঠাগার উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মো. রিপন মলঙ্গী, বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক তৈফিক হারুণ, সাংগঠনিক সম্পাদক ইমরান শিকদার, ম্যাগাজিন সম্পাদক জুবায়ের ইয়াসিন, বন্ধু মাহামুদ হোসেন, জান্নাতুল ফেরদৌস, শেখ মেহেদি হাসান, মিনহাজুর রহমানসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, বাগেরহাট বন্ধুসভা