অনুষ্ঠানের পর মাঠ পরিষ্কার করে দিলেন বন্ধুরা

ময়লা আবর্জনা পরিষ্কার করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

নারায়ণগঞ্জ শহরের জিমখানায় শেখ রাসেল পার্ক খেলার মাঠে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। তাদের সঙ্গে অভিভাবক ও স্বজনেরাও ছিলেন। অনুষ্ঠান শেষে খেলার মাঠ ও পার্কে ছড়িয়ে–ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা নিজেরাই পরিষ্কারের উদ্যোগ নেন নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ কলেজের উপাধ্যক্ষ ফজলুল হক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর, আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডীন নাজমুল হাসানসহ সুধীজনেরা। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি মজিবুল হক।

সংবর্ধনা শেষে বন্ধুসভার বন্ধুরা চারটি দলে ভাগ হয়ে শেখ রাসেল পার্ক ও খেলার মাঠ পরিষ্কারে কাঁধে বস্তা নিয়ে নেমে পড়েন। তাঁরা ঘুরে ঘুরে নিজ হাতে ময়লা আবর্জনা সংগ্রহ করেন। পরে সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলেন এবং কর্তৃপক্ষের কাছে খেলার মাঠ ও পার্ক বুঝিয়ে দেন।

বন্ধুদের মন্ত্র “পরিবেশ রক্ষা করি, পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়ি”
ছবি: বন্ধুসভা

নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি মনিকা আক্তার বলেন, “পরিবেশ রক্ষা করি, পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়ি” মন্ত্রে আমরা নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুরা অনুষ্ঠান শেষে নিজেরাই ময়লা আবর্জনা পরিষ্কার করে মাঠ ও পার্ক কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি।’
খেলার মাঠ ও পার্ক পরিষ্কার করে নারায়ণগঞ্জ বন্ধুসভা দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানান প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক। তিনি বলেন, সিটি মেয়র আইভী জিমখানা ময়লা আবর্জনার ভাগাড় ও বস্তিতে খেলার মাঠ ও দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ করেছেন। এটি নারায়ণগঞ্জবাসীর সম্পদ। তাই আমাদের সবার এটিকে যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ করা উচিত। বন্ধুসভার এই উদ্যোগ অন্য সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে।

সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ‘খেলার মাঠ ও পার্ক বুঝে পেয়েছি। নিজ উদ্যোগে তাঁদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম দৃষ্টান্ত। অন্যরা এতে সচেতন ও উৎসাহিত হবে।’

এই কার্যক্রমে অংশ নেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি সাব্বির আল ফাহাদ, উজ্জ্বল উচ্ছ্বাস, সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহসভাপতি মিরাজ রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী খায়রুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, অর্থ সম্পাদক মৌন লাকী, দপ্তর সম্পাদক ইয়াছিন ইসলাম, সহদপ্তর সম্পাদক সোহেল হাওলাদার, ওমর ফারুক, নাঈম গাজী, ইমরান নাজির, স্বর্ণলতা আক্তার, নাসরিন আক্তার, সাব্বির আমির, আবদুল জব্বার, ফাতেম আক্তার, মাহমুদা ইভা, মাইনুল ইসলাম, ইউসুফ কবির, অরপিতা হোসেনসহ অন্য বন্ধুরা।