কৃষি, গ্রামীণ অর্থনীতি, পোশাকশিল্প, অনলাইন ব্যবসায়সহ দেশের সামগ্রিক আর্থসামাজিক মানবিক কর্মকাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করছেন নারীরা। নারীর ক্ষমতায়ন সুপ্রতিষ্ঠিত হলে তাঁরা প্রতিটি ক্ষেত্রে সফলতা বয়ে নিয়ে আসবেন। কিন্তু বর্তমানে দেশে নারীর প্রতি সহিংসতা যে হারে বাড়ছে, তাতে করে সাফল্যের অগ্রযাত্রা ব্যাহত হতে পারে। নারীদের জন্য একটি সুন্দর সমাজব্যবস্থা উপহার দিতে হবে। যাতে তাঁরা স্বাধীনভাবে জীবন যাপন করতে এবং লক্ষ্যে পৌঁছাতে পারে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ভার্চ্যুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বর্তমানে নারীদের প্রতি যে সহিংসতা বেড়ে চলেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা। ৮ মার্চ এটি অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, দপ্তর সম্পাদক নাজিফা আনজুম, প্রশিক্ষণ সম্পাদক উম্মে কুলসুম। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সোনিয়া খাতুন, বইমেলা সম্পাদক মেরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, বন্ধু রামিজ আহমেদসহ অন্যরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা