কাতার বন্ধুসভার সহযোগিতায় মোমেনা বেগমের ঘর নির্মাণ

কাতার বন্ধুসভার সহযোগিতায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার মোমেনা বেগমের ঘর নির্মাণছবি: বন্ধুসভা

গত আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ ১১টি জেলার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফেনীতে। লাখ লাখ মানুষ বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। এমনই একজন ছাগলনাইয়া উপজেলার মোমেনা বেগম। বন্যায় তাঁর ঘর পুরোপুরি ভেঙে পড়ে। এর পর থেকে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছেন।

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে মোমেনা বেগমকে ঘর নির্মাণের জন্য অর্থ সহায়তা করেছে কাতার বন্ধুসভা। এরই মধ্যে ঘর নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। সার্বিক তত্ত্বাবধান করছেন কাতার বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ।

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাতার বন্ধুসভার একটি ভালো কাজ
ছবি: বন্ধুসভা

মোমেনা বেগমের কষ্টের কথা জানতে পেরে প্রথমে বিষয়টি কাতার বন্ধুসভার বন্ধুদের জানান প্রবাসী মোহাম্মদ জনি। এরপর চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট থেকে অর্জিত অর্থ সেখানে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা আবজল আহমেদ বলেন, ‘এভাবেই প্রবাস ও দেশে ভালো কাজের মধ্য দিয়ে এগিয়ে যাবে কাতার বন্ধুসভা।’

অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সভাপতি বুরহান উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিফাত, অর্থ সম্পাদক সত্য রায়, দপ্তর সম্পাদক মোহাম্মদ জিহাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজিদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইব্রাহিম মাহমুদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ম্যাগাজিন সম্পাদক জিয়াউল হক, বইমেলা সম্পাদক মামুনুর রশীদ, বন্ধু মোহাম্মদ সাকিব ও গিয়াস উদ্দিন।

সভাপতি, কাতার বন্ধুসভা