বন্ধুদের দেওয়া ঈদ উপহার পেয়ে আনন্দে উল্লসিত শিশুরা

ঈদ উপহার পেয়ে শিশুদের উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

এ যেন কিছু সময়ের জন্য খুশির আবেশে হারিয়ে যাওয়া। নতুন রঙিন জামা পেয়ে উল্লাসে উচ্ছ্বসিত শিশুরা। ঈদ না আসতেই ঈদের আনন্দ। নতুন জামার ঘ্রাণে সেই আনন্দ ভিন্ন মাত্রা যোগ করে।

১৯ এপ্রিল চাঁদপুর বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের অংশ হিসেবে ৩০ জন ছিন্নমূল শিশুকে রঙিন জামা উপহার দেওয়া হয়েছে। এদিন বিকেলে চাঁদপুর রেলস্টেশন এলাকায় এগুলো বিতরণ করা হয়।

৩০ জন ছিন্নমূল শিশুকে রঙিন জামা উপহার দিয়েছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর বন্ধুসভার সভাপতি রিফাত কান্তি সেন, সাবেক সভাপতি জনি রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান, বন্ধু অভ্রনীল অভি, আফরিন, তানিয়া, সায়মাসহ অন্য বন্ধুরা।

রিফাত কান্তি সেন বলেন, ‘শিশুরা নতুন জামা হাতে পেয়ে অনেক খুশি হয়েছে। সত্যিকার অর্থে যেসব মানুষেরা উপহার পাওয়ার কথা, তাদের হাতেই উপহার তুলে দিয়েছি।’