শারদা ইউনিভার্সিটি বন্ধুসভার একক বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা

আন্তর্জাতিক নারী দিবসে শারদা ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটি নারীদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের এক অনন্য স্বীকৃতি। এই দিনে আমরা সম্মান জানাই বিশ্বের সব নারীকে, যাঁরা প্রতিনিয়ত নানা বৈষম্য ও প্রতিবন্ধকতার মোকাবিলা করে উন্নয়নের পথে এগিয়ে চলেছেন। আন্তর্জাতিক নারী দিবসে আমাদের কুর্নিশ সেসব মহীয়সী নারীকে, যাঁরা সমাজের সর্বস্তরে লিঙ্গবৈষম্য দূরীকরণ এবং নারীর ক্ষমতায়নের জন্য অবিরাম লড়াই করে চলেছেন।

আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন উপলক্ষে শুক্রবার সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করে ভারতের শারদা ইউনিভার্সিটি বন্ধুসভা। শুরুতেই নারী দিবসের ইতিহাস নিয়ে আলোচনা করেন সঞ্চালক জয় চক্রবর্তী। উপস্থিত বন্ধুরা নারীর অবদান ও ক্ষমতায়নের গুরুত্বের ওপর তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

শারদা ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয় একক বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা সম্পর্কে বক্তব্য দেন। বক্তৃতায় বিজয়ী হয়েছেন ঋত্বিকা রুদ্র রিণি ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা হলেন প্রচার সম্পাদক তাসদিক হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শাকিব খান।

তাঁদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি নাজমুস সাকিব, সহসভাপতি তীর্থ রাজ সাহা, মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক রুবায়েত রায়হান চৌধুরী। বিচারক হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক জয় চক্রবর্তী ও সহসাংগঠনিক সম্পাদক ফাহমিদ হাসান।

সবশেষে বন্ধুসভার বন্ধুরা নারী দিবস উপলক্ষে নির্মিত পোস্টারের সঙ্গে ফটোসেশন করেন এবং নারীদের সাফল্যের পথে তাঁদের সমর্থনের প্রতিশ্রুতি রক্ষার কথা ব্যক্ত করেন। এর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

যুগ্ম সাধারণ সম্পাদক, শারদা ইউনিভার্সিটি বন্ধুসভা