নাটোর বন্ধুসভার উদ্যোগে ২০০০ চারা গাছ বিতরণ

নাটোর বন্ধুসভার উপহার দেওয়া বৃক্ষ হাতে স্কুলশিক্ষার্থীরাছবি: বন্ধুসভা

‘আর নয় প্লাস্টিক দূষণ, জীবন বাঁচাতে বৃক্ষরোপণ’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে নাটোর বন্ধুসভা। ৩ আগস্ট জেলা শহরের পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এদিন প্রতিষ্ঠানটিতে কিছু গাছের চারা রোপণ করেন বন্ধুরা। পরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের দুই হাজার চারা বিতরণ করা হয়।

নাটোর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি।

গাছের মধ্যে ছিল মেহগনি, অর্জুন, কাঠবাদাম, জলপাই, তেঁতুল, জারুল, জয়তুন, বেদানা, কতবেল, কৃষ্ণচূড়া, পেয়ারা, ছাতিয়ান, লেবু, বাতাবিলেবু, নিম, দেবদারু, কাঁঠালগাছ ইত্যাদি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাটোর বন্ধুসভার উপদেষ্টা মো. আবদুর রাজ্জাক, অধ্যাপক অলোক মৈত্র, সভাপতি সেলিম রেজাসহ বন্ধুসভার অন্য সদস্যরা।

সভাপতি, নাটোর বন্ধুসভা