গাইবান্ধায় সুবিধাবঞ্চিতদের জন্য বন্ধুসভার ঈদ উপহার

বন্ধুদের নিজেদের অর্থায়নে সুবিধাবঞ্চিতদের জন্য ঈদ উপহার
ছবি: বন্ধুসভা

আট বছর বয়সী আইরিন আক্তার। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নে তালুক কেওয়াঁবাড়ী এলাকায় মা নুন্নাহারের সঙ্গে থাকে। বাবা না থাকায় দরিদ্র সংসারে আইরিনের বেড়ে ওঠার গল্পটা আর দশটা শিশুর মতো নয়। সমাজে সে বেড়ে ওঠে সুবিধাবঞ্চিত শিশু হিসেবে।

পার্শ্ববর্তী তালুক জামিরা গ্রামের জিহাদ মিয়া (১০)। চার বছর বয়সে বাবা মারা যান। মায়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় নানির সঙ্গে থাকে। স্থানীয় ল্লিলাহ বোর্ডিংয়ে লেখাপড়া করে। ঈদে নতুন জামা কিনে দেওয়ার মতো কেউ নেই। জিহাদ বলে, ‘এবার ঈদে সগলের মমো হামিও নয়া কাপড় পরে ঈদের মাঠে যামো।’

নতুন জামা হাতে শিশুরা
ছবি: বন্ধুসভা

১৬ এপ্রিল জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নে আইরিন আক্তার ও জিহাদ মিয়ার মতো এমন ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ঈদের নতুন জামা বিতরণ করেছে গাইবান্ধা বন্ধুসভা। জাতীয় পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের অংশ হিসেবে বন্ধুসভার উপদেষ্টা ও বন্ধুরা নিজেদের অর্থায়নে এসব উপহার বিতরণ করেন।

পরে সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সভাপতি ইমরান মাসুদ। তিনি বলেন, ‘সবার মধ্যে ঈদের আনন্দ ভাগ করে নিতে আমাদের এই কর্মসূচি; ঈদের দিনও যেন তারা নতুন জামা পরে অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নিতে পারে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কার্যকারী সদস্য জান্নাতুল ফেরদৌসি, রুবেল হাসান প্রমুখ।

সভাপতি, গাইবান্ধা বন্ধুসভা