প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ উপহার ও খাবার বিতরণ করেছে টাঙ্গাইল বন্ধুসভা। ২৬ অক্টোবর সদর উপজেলার হুগড়া ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চলের ৫০ স্কুলশিক্ষার্থীকে নিয়ে এ আয়োজন করা হয়।
শিক্ষার্থীরা উপহার পেয়ে খুবই খুশি হয়। তারা জানায়, নিজেদের বিভিন্ন প্রতিভার কথা। এরপর কবিতা আবৃত্তি, গান ও গজল পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। বন্ধুদের জানায় নিজেদের স্বপ্নের কথা। তারা বড় হয়ে ভালো কিছু করতে চায়। বন্ধুরাও আশ্বাস দেন সব সময় পাশে থাকার।
সাংস্কৃতিক সম্পাদক, টাঙ্গাইল বন্ধুসভা