শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণ করল জাবি বন্ধুসভা
মহান ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। একুশের প্রথম প্রহরে বন্ধুদের পদচারণে মুখর হয়ে ওঠে শহীদ মিনার চত্বর।
এ সময় বন্ধুরা একুশের চেতনায় উজ্জীবিত হয়ে ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ ও প্রজন্ম থেকে প্রজন্মে এই চেতনাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাপতি শেখ হামিম বলেন, ‘ভাষাশহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। এ দিনটি আমাদের জন্য শুধু শোকের নয়, গৌরবেরও। তাই ভাষার মর্যাদা রক্ষা করতে ও বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।’
আলোচনা শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন বন্ধুরা।
কার্যনির্বাহী সদস্য, জাবি বন্ধুসভা