বাংলা সাহিত্যে আহমদ ছফা স্পষ্টবাদী লেখকরূপে সর্বজনখ্যাত। সমাজের গভীরে লুকায়িত ভণ্ডামি, কূটনৈতিক ও স্বার্থপর মনোভাব এবং দেশ ও রাষ্ট্রের সমস্যা তাঁর মতো শাণিত ভাষায় খুব কম লেখকই তুলে আনতে পেরেছিলেন।
গত ২৮ জুলাই আহমদ ছফার প্রয়াণ দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা লেখকের সাহিত্যসমগ্র নিয়ে পাঠচক্র করে। বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাদদেশে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে উপস্থিত ছিলেন সভাপতি মেহেদী হাসান পল্লব, সাধারণ সম্পাদক তকীব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আঁখি, সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক সাদিয়া রহমান, অর্থ সম্পাদক সুমন আহমেদ, বইমেলা সম্পাদক সূচী, প্রশিক্ষণ সম্পাদক রুমান হুসাইন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রাকিবুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাব্বির মিয়া, বন্ধু কর্ণজয়, উহাই মারমা, সৃজন, সিয়ামসহ আরও অনেকে। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আমিনা সরকার।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা