ঘর নেই, চুলা নেই, শুধু শূন্য একখানা ভিটা। বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে গেছে ঘরের চাল, ভেঙে পড়েছে চারপাশের পাটকাঠির বেড়া। ঘরে তিনটি বিবাহযোগ্য মেয়ে! উপায় না পেয়ে পাশের বাড়ির নোমান মিয়ার পরিত্যক্ত ঘরে সন্তানদের নিয়ে আশ্রয় নেন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক উল্যাহ ও আমেনা খাতুন দম্পতি।
একদিন কথায় কথায় বন্ধুসভার বন্ধু রাজুকে নিজেদের এ অবস্থার কথা জানান আমেনা খাতুন। সেই থেকেই রাজুর মাথায় বিষয়টি ঘুরছিল। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের কথা উঠলে পরিবারটিকে সাহায্য করার প্রস্তাব করেন তিনি। সবাই সম্মতি দেন।
সিদ্ধান্ত মোতাবেক নতুন করে বাড়ি নির্মাণের জন্য ছিদ্দিক উল্যাহ ও আমেনা খাতুন দম্পতিকে টিন ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেছে লক্ষ্মীপুর বন্ধুসভা। ২৪ অক্টোবর বিকেলে তাঁদের গ্রামে গিয়ে এ সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি এস কে রিয়াদ, সাধারণ সম্পাদক শংকর দাস, বন্ধু সান্তন দাস, রাজন মোল্লা, রাজীব হোসেন, রিয়াদ হোসেন, শাহীন আলম, ইসমাইল খান, তারেক আজিজ, ফয়সাল আহমেদ, হোসাইন মোহাম্মাদ রাসেল, মো. সুমনসহ অন্য বন্ধুরা।
সভাপতি, লক্ষ্মীপুর বন্ধুসভা