ভাষাশহীদদের আত্মত্যাগ হয়ে উঠুক আমাদের পথচলার অনুপ্রেরণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জবি বন্ধুসভাছবি: বন্ধুসভা

জাতীয় শহীদ দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জবি বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বন্ধুরা।

ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন জগন্নাথ কলেজ) শিক্ষার্থী ছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যাঁদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা রাষ্ট্রভাষা বাংলা অর্জন করেছিলাম, তাঁদের মধ্যে অন্যতম তিনি।

২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়িতে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে মিছিল বের হচ্ছে শুনে তিনি ছুটে যান সেখানে। ছাত্র-জনতার সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল এলাকায় মিছিলে অংশ নেন। পাকিস্তান সরকার সেই মিছিলে নির্বিচারে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শহীদ হন রফিক। পরে ঢাকার আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

২০০০ সালের ফেব্রুয়ারি মাসে শহীদ রফিকউদ্দিন আহমদকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। তাঁর আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবনের নামকরণ করা হয় ‘ভাষা শহীদ রফিক ভবন’।

সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা