গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বালন করল বশেমুরকৃবি বন্ধুসভা

ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরের ভাস্কর্যের পশ্চিম পাশে বশেমুরকৃবি বন্ধুসভার মোমবাতি প্রজ্বালনছবি: বন্ধুসভা

একাত্তরের ২৫ মার্চ কালরাতে ঘুমন্ত বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা চালায়। এ হামলায় নাম না জানা লাখো বাঙালি শহীদ হন। তাঁদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) বন্ধুসভা।

সোমবার রাত ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস এক মিনিট ব্ল্যাক আউট থাকে। এরপর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরের ভাস্কর্যের পশ্চিম পাশে মোমবাতি প্রজ্বালন করেন বন্ধুসভার বন্ধুরা।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা এবং শহীদদের ত্যাগ তুলে ধরে বক্তব্য দেন বশেমুরকৃবি বন্ধুসভার উপদেষ্টা রায়হানুল ইসলাম। তিনি বলেন, ‘এই রাত-ই মূলত আমাদের স্বাধীনতা সংগ্রামের অঙ্কুর। একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানিরা এ দেশের সাধারণ মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। সেদিনের এই গণহত্যার পরেই সাধারণ মানুষ আরও স্পষ্টভাবে বুঝতে পেরেছে, যুদ্ধ ছাড়া এ দেশের মানুষের মুক্তি নেই।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সভাপতি সৌমিক মাহমুদ, সাধারণ সম্পাদক আকিফ বিন সাঈদসহ অন্য বন্ধুরা।

বইমেলা সম্পাদক, বশেমুরকৃবি বন্ধুসভা