লালমনিরহাটে ঈদের নতুন জামা বিতরণ

শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন জামা উপহার
ছবি: বন্ধুসভা

লালমনিরহাট বন্ধুসভার উদ্যোগে ১৮ এপ্রিল সদর উপজেলার মহেন্দ্র নগর ইউনিয়নের নওদাবাস গ্রামের ৩০ শিশুর মধ্যে ঈদের নতুন রঙিন জামা বিতরণ করা হয়েছে। বন্ধুসভা জাতীয় পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের অংশ হিসেবে এগুলো বিতরণ করেন বন্ধুরা।

উপহার নিতে মেয়ে আশামনিকে (১২) সঙ্গে নিয়ে আসেন লালমনিরহাট সদর উপজেলার কাকেয়াটেপা গ্রামের রাশেদা বেগম। তিনি বলেন, ‘আমার স্বামী ঢাকায় রিকশা চালায়, স্বল্প আয়ের সংসার চালাতে হিমশিম অবস্থা। আমার স্কুলপড়ুয়া মেয়েকে বন্ধুসভা থাকি একটা নতুন রঙিন জামা দিছে। মেয়েটার ঈদের পোশাক হলো। ঈদটা ভালোই কাটবে।’

উপহার পাওয়া নতুন জামা দেখাচ্ছে দুই শিশু
ছবি: বন্ধুসভা

সদর উপজেলার নওদাবাস গ্রামের দিনমজুর আমিনুর ইসলামের মেয়ে স্থানীয় কদমতলা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী নার্গিস আখতার। নতুন রঙিন একসেট থ্রি–পিস পেয়ে সে খুব খুশি। নার্গিস আখতার বলে, ‘এই জামা পরে এবার ঈদের দিন সারা গ্রামে বেড়াব, খুব আনন্দ হবে।’

জামা বিতরণের সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট বন্ধুসভার সভাপতি সাহেবর হোসেন, সাধারণ সম্পাদক আবু সায়েদ, প্রথম আলোর প্রতিনিধি আবদুর রবসহ অন্য বন্ধুরা।

সভাপতি সাহেবর হোসেন বলেন, ‘ঈদের আনন্দ পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের সঙ্গে ভাগ করে নিতে সহমর্মিতার ঈদ কর্মসূচির আওতায় আমরা নিজেদের অর্থ দিয়ে নতুন রঙিন জামা কাপড় কিনে বিতরণ করলাম।’