নতুন বছরের পথচলা শুরু পাঠচক্রে

জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বন্ধুদের পাঠের আসর
ছবি: বন্ধুসভা

কনকনে শীত, বয়ে চলেছে উত্তরের হিমেল হাওয়া, ভরদুপুরেও দেখা মেলেনি সূর্যের। তবে শীতে অভ্যস্ত দিনাজপুর বন্ধুসভার বন্ধুরা। গায়ে গরম কাপড় জড়িয়ে সবাই সমবেত হয়েছেন দিনাজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। একটু পরই হাতে বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে হাজির পাঠচক্র ও পাঠাগার সম্পাদক আরিয়ানা চৌধুরী।

৬ জানুয়ারি দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে নতুন বছরের প্রথম পাঠচক্র। যেখানে আলোচ্য বই ছিল ‘প্রথম আলো বন্ধুসভার গঠনতন্ত্র।’ অনেক বন্ধুরই গঠনতন্ত্র সম্পর্কে তেমন জানাশোনা নেই। সেই জন্যই এ উদ্যোগ।

উপস্থিত বন্ধুরা পর্যায়ক্রমে পাঠ করেন গঠনতন্ত্র। সংগঠন পরিচালনার নিয়ম ও সম্পাদকমণ্ডলীর দায়িত্ব নিয়ে আলোচনা করেন সহসভাপতি সুব্রত সরকার। তিনি বলেন, ‘নতুন কার্যনির্বাহী কমিটিতে অনেকেরই পদোন্নতি হয়েছে। আপনারা সব সময়ই গঠনতন্ত্র অনুসরণ করবেন। এতে আপনাদের সাংগঠনিক চেতনা বাস্তবায়িত হবে। দিনাজপুর বন্ধুসভা সর্বদা গঠনতন্ত্র মেনে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

পাঠচক্রে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মানসুর নাদিম, সহসাংগঠনিক সম্পাদক রিয়াদ, সাংস্কৃতিক সম্পাদক নাসিফ, স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নাহিদ, কার্যনির্বাহী সদস্য তানভীর প্রমুখ।

সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা