‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে খুলনা বন্ধুসভা। ১৮ আগস্ট খুলনার দাকোপ উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে পাঁচ শতাধিক গাছ রোপণ ও বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ ফাউন্ডেশন (জিডিআরআই)।
প্রাকৃতিক বিপর্যয়সহ নানা কারণে দাকোপ উপজেলার বহুসংখ্যক গ্রামে গাছের পরিমাণ খুবই কম। সে বিষয়কে গুরুত্ব দিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। গাছের মধ্যে ছিল নারকেল, আম, লেবু, বেল, শিশু, অর্জুন, নিম, সফেদা, সুপারি, মেহগনিসহ বিভিন্ন ধরনের ফলদ ও বনজ বৃক্ষ।
সকাল সাড়ে ১১টায় শুরু হয় কর্মসূচি। দুই ধাপে বেলা তিনটা পর্যন্ত চলে এ কার্যক্রম। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিচর্যার নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেন বন্ধুরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা বন্ধুসভার সভাপতি প্রফেসর তুহিন রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মাসুদুল আলম, আযমখান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক তাঁরক চাঁদ ঢালী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান, প্রথম আলো প্রতিনিধি উত্তম মণ্ডল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চালনা অফিসের পরিদর্শক রাজদীপ, জিডিআরআইয়ের ব্যবস্থাপক সুকান্ত রায়, প্রতিনিধি আশিকুজ্জামান, খুলনা বন্ধুসভার সহসভাপতি বনানী আফরোজা, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল রুহান, অর্থ সম্পাদক শেখ হাফিজুর রহমান, বইমেলা সম্পাদক শ্রাবন্তী কুণ্ডু, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আলফি শাহরিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাফায়েত হোসেন, বন্ধু আক্তারুজ্জামান, দিপু রায়, কাইয়ুম শুভ, শাহানুর রহমান, প্রিয়া রায়, কেয়া রায়সহ স্থানীয় লোকজন।
সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা