ভাষার মাসে কুমিল্লায় বন্ধুসভার ভাষা প্রতিযোগিতা
ভাষার মাস উপলক্ষে ভাষা প্রতিযোগিতার আয়োজন করেছে কুমিল্লা বন্ধুসভা। ৬ ফেব্রুয়ারি কুমিল্লা রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয় মিলনায়তনে এটির প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। অংশ নেয় বিদ্যালয়টির ১৬৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
মাসব্যাপী এই প্রতিযোগিতায় জেলা শহরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচটি পর্বে অংশ নেবে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে ১৫ জন করে বিজয়ী মোট ৭৫ জনকে নিয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। সহযোগী হিসেবে থাকছে কুমিল্লা আইডিয়াল কলেজ।
প্রথম পর্বের বিজয়ী শিক্ষার্থীদের সনদ, বই-খাতাসহ শিক্ষাসামগ্রী উপহার দেন অতিথিরা। উপস্থিত ছিলেন কুমিল্লা বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন লিটন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামিল আহমেদ খন্দকার, রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম ও প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান।
অতিথিরা বলেন, ‘ভাষার মাস ফেব্রুয়ারিতে প্রথম আলো বন্ধুসভার এই উদ্যোগ অনন্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাংলা ভাষার প্রতি আরও বেশি আগ্রহী হবে। ভাষার চর্চা বাড়বে। এ ছাড়া এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশেও ভূমিকা রাখে।’
কুমিল্লা বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বিন মোস্তফার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বন্ধুসভার সহসভাপতি শামসুজ্জোহা মৃদুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহির বিন আইয়ুব, সাংগঠনিক সম্পাদক হানিফ মোছাব্বীর, বন্ধু প্রীতম রায় প্রমুখ।
বিজয়ী শিক্ষার্থী দশম শ্রেণির শিক্ষার্থী আমেনা আক্তার বলে, ‘ফেব্রুয়ারি মাসে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ভাষা প্রতিযোগিতার আয়োজন দেখে আমরা আনন্দিত। আমি চূড়ান্ত পর্বেও বিজয়ী হতে চাই। ভবিষ্যতেও এমন আয়োজন চাই।’