গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
মাতৃভাষার মর্যাদা রক্ষায় সদা সচেতন থাকতে হবে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষাশহীদদের স্মরণ করেছে। ২১ ফেব্রুয়ারি ভোরে বন্ধুসভার বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং অন্যান্য সংগঠনের সঙ্গে একত্রে প্রভাতফেরিতে অংশ নেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সভাপতি সালমান হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘ভাষা আন্দোলনের চেতনা আমাদের হৃদয়ে চিরজাগরূক থাকুক। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের সদা সচেতন থাকতে হবে এবং নতুন প্রজন্মের মধ্যে এ চেতনা ছড়িয়ে দিতে হবে।’
এরপর শহীদদের স্মরণে বিকেলে বন্ধুসভার আয়োজনে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের অন্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রচার সম্পাদক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা