বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসব

কোল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা
ছবি: বন্ধুসভা

প্রথম আলো বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ১১ নভেম্বর। সেদিন বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কোল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসব করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীও এতে অংশ নেয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। এরপর প্রথম আলো ও বন্ধুসভা নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি ব্যক্ত করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও বাবুডাইং আলোর পাঠশালার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, সহসভাপতি কার্তিক কোল টুডু, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আলীউজ্জামান নূর, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শিরিন আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ এই শিক্ষার্থীরাই
ছবি: বন্ধুসভা

আলোচনাপর্ব শেষে নাচ, গান, গজলসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান মাতিয়ে রাখে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। নিজেদের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করে কোল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা। পরে সবার মধ্যে কেক ও মিষ্টি বিতরণ করেন বন্ধুরা।

এ সময় শিশুশিক্ষার্থীরা একসঙ্গে গেয়ে ওঠে ‘আহা কী আনন্দ, আকাশে-বাতাসে...’ গানটি। স্পষ্ট কথা বলতে না পারলেও অটিস্টিক শিশু রিফাত হোসেন অন্যদের শপথবাক্য পাঠ ও পিটি করায়।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আলীউজ্জামান নূর বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের অংশগ্রহণে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ভিন্ন মাত্রা পায়। এই শিক্ষার্থীরাই ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ।

অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা