বৃক্ষরোপণের এ উদ্যোগ পরিবেশ সম্পর্কে সচেতন করবে

গাছের চারা হাতে শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

শিক্ষার্থীদের গাছের চারা পাওয়ার আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো যশোর বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। ১৯ জুলাই সকাল সাড়ে ১০টায় যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়েছে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে একটি বকুল ও একটি কাজুবাদাম গাছের চারা রোপণ করা হয়। এ ছাড়া দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয় ভেষজ, বনজ ও ফলদ‌‌ গাছের চারা।

এ বছর ‘আসুন, গাছ লাগাই যশোর বাঁচাই’ স্লোগানে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয় যশোর বন্ধুসভা। গত ২০ জুন যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ ও বিতরণ করার মাধ্যমে এর শুভসূচনা হয়। আর শেষ হয়েছে ১৯ জুলাই। পুরো মাসে তিন শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করেন যশোরের বন্ধুরা।

শেষ দিন বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বরকত মো. ফখরুদ্দীন। তিনি বলেন, ‘বৃক্ষরোপণের এ উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলবে।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত কুমার তরফদার শিক্ষার্থীদের গাছের চারা রোপণেই সীমাবদ্ধ না থেকে গাছ পরিচর্যা করার ব্যাপারে বিশেষ আহ্বান জানান। এর আগে স্বাগত বক্তব্যে প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন।

বৃক্ষ উপহার
ছবি: বন্ধুসভা

অন্যদের মধ্যে বক্তব্য দেন হর্টিকালচার সেন্টার, যশোরের উপপরিচালক দীপঙ্কর দাশ ও যশোর বন্ধুসভার সভাপতি লাকি রানী কাপুড়িয়া। তাঁরা গাছের চারা রোপণের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোসা. লুৎফুন্নাহার, সিনিয়র শিক্ষক শিরিন সুলতানা, সহকারী শিক্ষক আহসান হাবীব পারভেজ, যশোর বন্ধুসভার সহসভাপতি মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রুবাইয়া, দপ্তর সম্পাদক রাইয়াদ ফেরদৌস ও সমাজকল্যাণ সম্পাদক নুরুন্নবী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাদ।

গাছের চারা উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিয়া জামান টবে লাগানোর জন্য মাল্টা গাছের চারা নিয়েছে। সপ্তম শ্রেণির শিক্ষার্থী তনিমা রহমান বলে, গাছ পেয়ে খুবই ভালো লাগছে। বন্ধুদের মতো সেও বাড়িতে গাছের চারা রোপণ করবে।

এদিন বন্ধুসভার বন্ধুদেরও গাছ উপহার দেওয়া হয়। বৃক্ষরোপণ কর্মসূচির সমন্বয় করেন সুমন রেজা। তিনি বলেন, ‘এ বছর আমরা গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার বিষয়ে গুরুত্ব দিয়েছি।’ এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে হর্টিকালচার সেন্টার, যশোর।

সাংগঠনিক সম্পাদক, যশোর বন্ধুসভা