ড্যাফোডিল বন্ধুসভার কবিতার আসর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাইব্রেরির জসীমউদ্‌দীন পার্কে ড্যাফোডিল বন্ধুসভার কবিতার আসরছবি: বন্ধুসভা

‘নবীন কবিকে তাঁর নিজস্ব চৈতন্য অনুযায়ী লিখতে হবে। তবে তাঁকে জানতে হবে বিশ্বকবিতা ও বাংলা কবিতার সমৃদ্ধ কোন উত্তরাধিকার নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। এর পর থেকে তাঁকে কবিতা লিখতে শুরু করতে হবে। তাহলেই পাঠক নতুন কিছু পাবে।’

ড্যাফোডিল বন্ধুসভার কবিতা পাঠের আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে বন্ধুদের উদ্দেশে কথাগুলো বলেন কবি পিয়াস মজিদ। ১৪ জুলাই বিকেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাইব্রেরির জসীমউদ্‌দীন পার্কে এ আসর অনুষ্ঠিত হয়।

শুরুতে কবিতা ও কবির নিজস্ব ধারা নিয়ে আলোচনা করেন কবি পিয়াস মজিদ। তিনি বলেন, ‘কবিতা নিয়ে ড্যাফোডিল বন্ধুসভার এ আয়োজন অনন্য। এখন অনেকের অভিযোগ, আজকালকার তরুণদের কবিতা জটিল, কিন্তু তাঁরা কেউ ভাবেন না যে এ সময়টাও ভীষণ জটিল। যখন গাজায় ত্রাণ নিতে গিয়ে শত শত নিরপরাধ মানুষ মারা যাচ্ছে, তখন মানুষ হিসেবে সে রক্তের ধারা পৃথিবীর সব কবির অক্ষর ভিজিয়ে দিচ্ছে। চাইলেও কবি আর সরল সৌন্দর্যের কথা বলতে পারেন না কবিতায়।’ কবি আরও বলেন, ‘বাংলা কবিতা পৃথিবীর যেকোনো ভাষার কবিতার চেয়ে সূক্ষ্ম অনুভবের কবিতা। আদি বাঙালি কবি থেকে আজকের তরুণতম কবিকর্মীটি যে গভীরতার চাষবাস করছেন কবিতায়, যথাযথ অনুবাদ হলে নিশ্চয়ই তাঁর কবিতা বিশ্বস্বীকৃতি পেত।’

সবশেষে কবি পিয়াস মজিদ মত প্রকাশ করে বলেন, আধুনিক কবিতা নিয়ে বিচ্ছিন্নতার অভিযোগ অমূলক, বরং কবিতা হয়ে উঠলে তা অবশ্যই মানুষে মানুষে সংযোগের সেতু তৈরি করবে।

কবিতার আসরে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক বিনয় বর্মণ, উপদেষ্টা ও লাইব্রেরি প্রধান মিলন খান, কবি শফিক ইমতিয়াজ ও কবি শাহনাজ পারভীন। কবির কবিতার ভাবধারা নিয়ে আলোচনা করেন তাঁরাও। পাঠ করেন কবিতা।

কবি পিয়াস মজিদকে বই উপহার
ছবি: বন্ধুসভা

কবি পিয়াস মজিদকে উদ্দেশ করে ড্যাফোডিল বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সালমান ফারসী জানতে চান, ‘যাঁরা আগে কখনো কবিতা লেখেননি, যাঁরা লিখতে চান এবং যাঁরা নতুন লেখেন, তাঁদের জন্য আপনার বার্তা কেমন হবে?’; ম্যাগাজিন সম্পাদক মোহাম্মাদ ত্বোয়া-হা কবির কাছে জানতে চান, ‘এই যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাঁজার পৃথিবীতে কবিতা আমাদের কাছে আশ্রয় না প্রতিবাদের ভাষা?’; সহসাংগঠনিক সম্পাদক মুসাভভির সাকির জানতে চান, ‘আশপাশে জড় জীব নিয়েই কি আমাদের কবিতার ভাষা?’; এ ছাড়া বন্ধু জয় গোপাল রায় কিংবদন্তি কবিদের কবিতার ভাবধারা নিয়ে প্রশ্ন করেন। সব প্রশ্নের উত্তর দেন কবি।

কবিতার আসরে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক জাকিয়া লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক অদিত আল নাফিউসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা