বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে রক্তদান কর্মসূচি

সাতক্ষীরা বন্ধুসভার রক্তদান কর্মসূচি
ছবি: বন্ধুসভা

‘বঙ্গবন্ধুর বাংলাদেশে রক্তের অভাবে কোনো মানুষ মারা যেতে পারে না’ স্লোগানে জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা বন্ধুসভা। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে এই উদ্যোগ নেওয়া হয়।

এদিন দুপুর ১২টায় বন্ধু তায়েব হাসানের রক্তদানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়। মাসব্যাপী এই কর্মসূচি চলবে।

সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের সহযোগিতায় রক্তদান কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট রবীন্দ্র ঘোষ, বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক মোকাররাম বিল্লাহ, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার, ম্যাগাজিন সম্পাদক মাসকুরা আক্তার, বন্ধু ধীমান সরকার, প্রাকাশ মণ্ডল, সোমা রানী বৈদ, আবু তাহের প্রমুখ।

এ সময় সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস বলেন, ‘এই রক্তদান কর্মসূচি বঙ্গবন্ধুর আদর্শের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায়। বঙ্গবন্ধুর প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে রক্ত দান করার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের পাশে দাঁড়াতে চাই।’

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা