কবি আল মাহমুদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘উপমহাদেশ’ নিয়ে পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ৩ জুলাই পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বক্তব্য দেন উপদেষ্টা রেজাউল করিম। সঞ্চালনা করেন বন্ধু আরাফাত মণ্ডল। বই নিয়ে আলোচনা করেন বন্ধু ইমন আহমেদ। পরে আলোচককে কথাসাহিত্যিক আনিসুল হকের ‘কখনো আমার মাকে’ উপন্যাস উপহার দেওয়া হয়।
পাঠচক্র শেষে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক, যেখানে আসন্ন বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সমাপনী বক্তব্য দেন সভাপতি উম্মে কুলসুম ইস্তিলা।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সজীব চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার, দপ্তর সম্পাদক মৃদুল আকন্দসহ অন্য বন্ধুরা।
সাংগঠনিক সম্পাদক, গাজীপুর বন্ধুসভা