ষড়ঋতুর বাংলাদেশে পৌষ ও মাঘ—এই দুই মাস নিয়ে শীতকাল। এই তীব্র শীতে জবুথবু হয়ে রাস্তার পাশে পড়ে থাকে কুকুরসহ অন্য বোবা প্রাণীগুলো। এই প্রাণীদের সুরক্ষায় ‘পিস ফর অ্যানিমেল ইন উইন্টার’ নামে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এমসি কলেজ বন্ধুসভা।
উদ্যোগের অংশ হিসেবে ১৩ জানুয়ারি এমসি কলেজ প্রাঙ্গণসহ টিলাগড় এলাকায় ঘুরে ঘুরে কুকুরদের জন্য বিভিন্ন স্থানে পুরোনো কাপড়ভর্তি পাটের বস্তা বিছিয়ে দিয়েছেন বন্ধুরা। এসব পাটের বস্তায় অন্তত ৫০টি কুকুর শীতের তীব্রতা থেকে নিজেদের সুরক্ষা করতে পারবে।
উপদেষ্টা মোহাম্মদ বিলাল উদ্দিন বলেন, ‘রাস্তার কুকুরের জন্য একটু উষ্ণতা ছড়াতে উদ্যোগ নেওয়া আমাদের দেশে বিরল। আমরা আশাবাদী, এই মহৎ কাজের মাধ্যমে জনগণ, সমাজ তথা দেশ একটি সুন্দর বার্তা পাবে।’
সাধারণ সম্পাদক লিমা তালুকদার বলেন, ‘মানুষের পাশাপাশি অন্য প্রাণীদের নিয়ে ভাবা ও উষ্ণতা ছড়িয়ে দেওয়ায় বন্ধুসভা অগ্রণী ভূমিকা পালন করবে।’
সভাপতি মেহেদি হাসান বন্ধুদের মহৎ কাজে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে কার্যক্রমটির সমাপ্তি ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মোছাদ্দেক হোসেন খান, এমসি কলেজ বন্ধুসভার সাবেক সভাপতি সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক উদয় সরকার, দপ্তর সম্পাদক শারমিন লিপি, বইমেলা সম্পাদক বদরুল আলম, সহসাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, প্রচার সম্পাদক তাপস শীল, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা রশীদ, কার্যনির্বাহী সদস্য পাহেল মিয়াসহ অন্য বন্ধুরা।
দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, এমসি কলেজ বন্ধুসভা