সহমর্মিতার ঈদ—বন্ধুসভার একটি উদ্যোগ

অলংকরণ: আপন জোয়ার্দার

ঈদ উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা বিগত বছরগুলোর মতো এবারও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন জামা উপহার দেওয়ার পাশাপাশি তাদের পরিবারের জন্য খাদ্যসহায়তা করবে। দেশ ও দেশের বাইরের ১৪০টি বন্ধুসভার বন্ধুদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।

যে কেউ বা যেকোনো প্রতিষ্ঠান বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচিতে যুক্ত হতে পারবেন। এ ক্ষেত্রে যোগাযোগ করুন স্থানীয় বন্ধুসভার সঙ্গে অথবা এই নম্বরে ০১৯৫৫ ৫৫২০৮৮। পুরো কার্যক্রমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক ফাহমিনা বর্ষা।

এ ছাড়া বিভাগীয় সমন্বয়ক হিসেবে কাজ করবেন জাতীয় পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক রেদোয়ান মাহমুদ, ম্যাগাজিন সম্পাদক খাইরুন নাহার খেয়া, কার্যনির্বাহী সদস্য শাহিদা আলম, তৌহিদ ইমাম, ঢাকা মহানগর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সাফিন উজ জামান, মাহমুদা তমা, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, বইমেলা সম্পাদক মেঘা খেতান এবং দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শারমিন তিশা।

২৩ মার্চ অনলাইন জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত এক সভায় এই ঘোষণা দেন জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায় ও সাধারণ সম্পাদক জাফর সাদিক।

সহমর্মিতার ঈদ কর্মসূচি সম্পূর্ণ বন্ধুসভার বন্ধু ও উপদেষ্টাদের আর্থিক সহযোগিতায় হবে। এর বাইরে শুভাকাঙ্ক্ষী অথবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করলে সেগুলো বন্ধুরা সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেবেন।

নিয়মাবলি:

পরিবারপ্রতি নূন্যতম ৫০০ টাকার খাদ্য সহায়তা দিতে হবে।
প্রতিটি বন্ধুসভাকে অন্তত ৫টি পরিবারকে খাদ্য সহায়তা করতে হবে।
প্রথম রমজান থেকে ২৭তম রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে।
ঈদের তৃতীয় দিনের মধ্যে কাজের আপডেট গুগল ফরমে পূরণ করে পাঠাতে হবে।
বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে গুগল ফরম উপদেষ্টা পূরণ করে পাঠাবেন।
জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম আলোর প্রতিনিধি গুগল ফরম পূরণ করে পাঠাবেন। অথবা প্রতিনিধির অনুমতিক্রমে নির্দিষ্ট বন্ধুসভার সভাপতি বা সাধারণ সম্পাদক গুগল ফরম পূরণ করে পাঠাবেন।